আজ সুরের সাথে দুঃখ ঝরে
আকাশে শুধু রঙের মেলা
বাতাস ভরা হাসনাহেনার ঘ্রাণ
আমাকে উতলা করে তোলে...

ইচ্ছে করে পাখি হয়ে ফিরে যায়
তোমার প্রাগৈতিহাসিক নীড়ে
বেতোফেনের আত্মা যেখানে ঘুরে বেড়ায়
যেখানে আধুনিক দুঃখের কান্না ঝরে
শীতাতপ ঝর্না ধারায়!

সে ঝর্না ধারায়ও নিজেকে বিলিয়ে দিতে পারলাম না
- হায় ভোলা মন
তাই আজ আমি সব অভিমান আকাশের ওপর উদ্ধার করবো
যাতে কৃষ্ণগহবর থেকেও অপেক্ষামান প্রেম পাখিরা
আমার নীড়েই ফিরে।




৫ই নভেম্বর, ২০১৫