জীবনটাকে পরাবাস্তব ভাবতে, ভালোই লাগে।
স্মৃতির পাতায় কিছু পরাবাস্তব ভাব চিত্র,
রিওয়াইন্ড করার প্রক্রিয়ায় ফুটে ওঠে যখন তখন।
তাই সত্তর আশি বছরের সময়টাকে আটকানো যায়
কয়েক ডজন দুর্দান্ত সাদা কালো প্রচ্ছদ দিয়ে।
আবার হারানো মানুষের কথা ভাবতে ভাবতে
জড়িয়ে পড়ি, পুরনো স্মৃতির কোলাজ সৃষ্টিতে।
মন্দ নয়।