বাতাসে আজ শৈল অনুভূতি
পাহাড়ি বসতিতে মিষ্টি বৃষ্টি।
জীবনের একটা সময় পাহাড়কে দেবতা মনে হয়
আর পাথরকে মনে হয় স্বয়ং ত্রাতা।
সে নীরবতা ভেঙ্গে উপদেশ ছড়িয়ে দেয়
আমার মতো কাছের পরশিদের।
তাই কবিতা হয়ে উঠে একধরণের পিরামিড
যার ভিতরে লুকিয়ে থাকে যাবতীয় গোপন বিশ্বাস।
এদিকে যৌথ বিশ্বাসের মানুষরা আজ
আকাশ ভাঙ্গার পাঁয়তারায় মগ্ন।
সেই ফাঁকে আমার আরধ্য পাথর
অক্ষত থেকে যায় চিরকাল।
অথচ তারা যদি জানতো
সেটা আমার উপদেশ-মালার পাঠশালা,
তাহলে তারা সেটাকেও ছাতু বানিয়ে ছাড়ত
আমি নিশ্চিত!