তেল আনতে নুনটা ফুরায়
কিংবা ঘি আনতে মধু,
তেমনি অভাব অনটনেও
সুখ জাগায় শুধু বধু।
কিন্তু সবটা থাকা সত্ত্বেও
যদি গোমড়ামুখো বউ,
দখিনা বাতাসের সুখের ভিতর
দোষ খুঁজে পাই কেউ।
বল তবে সোজা সাপটা  
তোমার ছায়া মারতেও আমার
ঘেন্না লাগে এতো।
তাই আকাশ ছোঁয়া সুখ দিলেও
সোনাদানার ঘর দিলেও
সুখ পাবো না এক চিলতেও।