অহেতুক কাউকে ডাকবো না আর
নিজের ভিতরেই যখন সকল আনন্দ।
হুট হাট সংসার ঝামেলাই
নিজেকে জড়াবো না আর।
তবুও আজকের দিনটি আমার
অদৃশ্য সংসারে মিশে যাক।
বলা যেতে পারে,
জীবনের সুন্দরতম আকস্মিক ঘটনা।
যে ঘটনার মুল্য বুঝতে হল
প্রায় বছর বারো-তেরো পরে।
কিন্তু বুঝেও কোন লাভ হল না
সে হৃদয় তুলে নিয়েছিলো দৃশ্যপট থেকে।
আজ প্রায় তিনটি বছর পরে
আমিও মুক্তি পেলাম এই সংসার থেকে
যাতে দুনিয়াটা আমার, তোমার সবার কাছে
মঙ্গলময় হয়ে ওঠে,
বিদায়।