বন্ধু আজ আমার সাথে কেউ নেই।
একটা কুকুরছানাও নেই,
মাঝে মাঝে একটা চড়ুই আসে কেবল।
ঐ দেয়ালের ছোট খুপরি দিয়ে
যেখান থেকে পরম আরধ্য
এই আন্তর্জালের কানেকশন
আমাকে টুকরো টুকরো করে
মিশিয়ে দেই সারা জগতে।
আরও আছে ঘরময়
নানান যন্ত্রপাতি, অজস্র বই,
তোমার জন্য কেনা
একটা ইলেকট্রিক পিয়ানো।
তার সাথে নানাজাতের
ইলেক্ট্রনিক ডিভাইস।
সবাই অপেক্ষারত তোমার জন্য
মাঝে মাঝে তারা সবাই
একসাথে কোরাস স্বরে বলে ওঠে,
"সে আসবেই তুমি শুধু অপেক্ষায় থাকো"
আমি অদৃশ্য গায়কদলের কথায় আপ্লুত হই,
আর বিশ্বাস করি তুমি ফিরে আসবেই
কারণ আমি যে মনের পূজারী!
যখন মন থেকেই সর্ব কিছুর সৃষ্টি
তখন নতুন করে প্রেমের সৃষ্টিতে
আর আপত্তি কী!