আজ আমার নবজন্মের প্রথম গান ছড়িয়ে পড়ে,
অক্ষিগোলকের গুহা থেকে গুহার অভ্যন্তরে,
সূর্য থেকে বামন-সূর্যের অস্থিমজ্জায়
আজ আমার নবজন্মের প্রথম গান বাতাসে ছড়িয়ে পড়ে।
নবপ্রজন্মের নব নব প্রচেষ্টার পক্ষ্যন্তরে,
আমিও হাত বাড়িয়ে দিই আগামীজন্মের আহ্নিক গতিবিধিতে।
আমার সকল উৎসাহ ঝিলিক মেরে মেরে,
ভেঙে ভেঙে চিরকুটে রূপান্তরিত হয় কেবল।
আজ আমার নবজন্মের নব নব গান বাতাসে ছড়িয়ে পড়ে।