নিঃসঙ্গ রাত্রির মূর্ছনায়
গোলাপের শিশিরসিক্ত পাপড়িজুড়ে যখন রক্ত ঝরে,
তখন গোলাপদেবী ডুব দেয় ঐতিহাসিক নিষ্ক্রিয়তায়।
এমন জগতে তাদের বসবাস
যেখানে দেয়ালের রাজত্ব চলে চিরকাল,
রাত্রিদিনের বিভক্তি ঘটে দেয়ালের নিষ্ক্রিয় ছায়াতলে।
নিঃসঙ্গ রাত্রি পরিবর্তনশীল তার ব্যাপ্তিও তাই,
গোলাপযুগলও নুইয়ে পড়ে
অবিচ্ছিন্ন হৃদয়ের টুকরো হয়ে।
নিঃসঙ্গ রাত্রি হারিয়ে যায়
বাতাসে যখন গাঙচিলের প্রতাপ,
সে শুকনো নদী গিলে ফেলে
আর ছড়িয়ে দেয় বেগুনী উৎসব।