অপেক্ষায় আছি কবে আকাশটা মেঘমুক্ত হবে,
গুনে গুনে বছরও কাটলো, পাঁচ পাঁচটা।
তবুও কালো মেঘের দাপট কমেনি, একরত্তি,
ওদিকে দেহকোষদের লম্ফঝম্ফ, অস্থিরতা
আর কদিন সামলাবো, নকল স্বৈরচারের মতো।
রন্ধ্রে রন্ধ্রে তারা প্ল্যাকার্ড নিয়ে ঘুরছে,
আর বলছে, এই প্রান্তিক জীবনে শুধু একবার
ফিরিয়ে আনো সেই নীল আকাশটা।