বইয়ের ভিতর মাথা ঢুকিয়ে দিলেই বুঝি
এখনও হাজারো বিচ্ছুর দল
কিলবিল করে মাথার ভিতরে
অতি উৎসাহে।
আসলে অতি উৎসাহে জীবনকে দেখলে
মুহূর্তটা আতশি কাঁচের ভিতর
জলজ্যান্ত হয়ে উঠে চটপট।
সবুজ ব্যাঙ যেভাবে সজোরে লাফ দিয়ে
আবার ফিরে আসে চেনা ডোবায়;
তেমনি মানুষদেরও অতি উৎসাহে,
অতি চাঞ্চল্যে, জীবনটাকে টেনে
নিয়ে যেতে হয়। ক্ষেত্র বিশেষে
মিউনিসিপালটির ট্রাকের মতো করে।