মধ্যবয়স পেরিয়ে মানুষ যখন পুণ্যের কথা ভাবে
আমি তখন তারুণ্যে পদার্পণ করি।
প্রেমের জাল বুনি মাকড়শা হয়ে,
জলের স্রোতে ভাসার স্বপ্ন দেখি।
মধ্যবয়স পেরিয়ে মানুষ যখন পুণ্যের কথা ভাবে
আমি তখন পদ্মাসনে পর্বতশৃঙ্গে।
বৃত্তের কেন্দ্রে তাও-এর সাথে
তরী ভিড়ায় চিত্তের স্রোতে।