"মে" মাসটা একধরনের নদী
যার গতি কখনও ফুরায় না।
নদীর তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে
ভাবছে এক মাঝবয়সী যুবক।
বাতাসের গন্ধ কেবল বদলেছে কিছুটা,
এ যেন সভ্যতার অসভ্য প্রয়াস।
যুবক গিটার হাতে বসে পড়ে
এবং বাতাসের ভিতর গান শুনতে
শুনতে ঝিমিয়ে পড়ে।
আর নিজেকে খুঁজে পায়
স্বপ্নের ভিতর নতুন করে
এক জাদুকর হিসেবে।