মাথার ভিতরে অজস্র ভ্যানগগিয়-ফুল আজ
লাল-সমুদ্রের অশান্ত প্রেম স্পন্দনে,
ভেসে যাবে প্রেমালাপ চিরকাল আমাদের
অবধারিত সময়-অসময়ের বেড়াজালে ।
তুমি বল অথবা নাই বল,
এই অভিমান কেবল দুঃখই বাড়িয়ে যাবে
খোলা আকাশের অসমাপ্ত প্রেম গাঁথায়।
ফুল-ফোটে ফুল-ঝরে কেউ বলে,
আমি বলি ফুল কখনও ফোটে না
অথবা ঝরে না,
কেবল ভাসে নয়নাভিরাম বাস্তবতার ভিতর।
২৪শে মার্চ, ২০১৮