কখন তোমাকে ছুঁইয়ে যাবো বাতাসের মতন
বিষাদের সমুদ্র পেরিয়ে
গঙ্গার ধারায় চুল এলিয়ে
কখন সময়ের সীমান্তে পৌঁছে যাব সুন্দরম।
কৃষ্ণের হাতে বাঁশী অথবা নিলাভতৃষ্ণার সব
উৎরিয়ে যেখানে মিশে গেছে শব্দ-পদ্ম
আধো আধো ঘুমের ঘোরে
ময়ূরপঙ্খী এগিয়ে চলে নিলাভশীতল নিস্তব্ধ।
গাঙচিলের ঘুড়ি বাধ্য করে সময়কে
বলতে শুধু সত্যকথন, পর্দা ছিঁড়বে,
দড়ি ছিঁড়বে, কিম্ভূতকিমাকার যাঁতাকলে।
আমি, তুমি মিলেমিশে যখন একাকার হবো।