গাঁজা কেন নিষিদ্ধ হল
হঠাৎ করে এই জগতসংসারে?
তার আগে একশত বছর আগে
গাঁজা কি আদৃত হয়নি মিষ্টান্নের মতন
আমাদের এই চিরহরিৎ ভুবনে, গৃহ কোণে?
কী এমন দোষ ছিল যে গাঁজার
তার জায়গা হল আজ নিষিদ্ধ কবরস্থানে,
রেলস্টেশনে!
ওদিকে সাদা-চিনি, অর্থাৎ কৃত্রিম-চিনি
এসিড, ক্ষার,প্লাস্টিক সবিই আজ পর্যাপ্ত
কেবল স্বাস্থ্য হিতকর গাঁজা বাদে। অথচ
তার শরীরে একবিন্দুও দোষ খুঁজে পায়নি
আদিপন্ত। তাই আমরা বাঙালীরাও ভুলে
গেছি রন্ধনশিল্পে গাঁজার উপস্থিতি। আহা,
শুধু কি বৈশ্বিক ফার্মাসিস্ট কোম্পানির
হুমকির মুখে নিষিদ্ধ হল- এই নিরীহ,
চির উপাদেয়, অমৃত তুল্য গাঁজা??