খলিল জিব্রানের বয়সে পা রাখতেই
হঠাৎ বিদ্যুৎ-বিভ্রাট,
নিভে গেল পঞ্চমতলার
সুমেরীয় হৃদপিণ্ড কাহার?
ছিটকে পড়লাম রত্তাক্ত এক
রুপোর চামুচ ঘুরিয়ে-
সীমাহীন অন্ধকারাচ্ছন্নতায়।
তবুও অবয়ব থেমে নেই,
আসছে কেউ অফিসিয়াল পোশাকে,
অন্যজনও একিই সাজে অন্যপ্রান্ত থেকে...
...প্রচণ্ড শক্তিতে পা ছুড়তে গিয়ে
হীম হয়ে গেলাম সাইবেরীয় বাস্তবতায়।
অদৃশ্য সত্ত্বাদের কিছুই হল না
বরং এবার তারা উড়িয়ে আনল
গোটা পাঁচেক কাক-শকুনের দল।
যাতে আমার এই অপবিত্রদেহ
কিছুটা হলেও পবিত্র হয়ে
ফোয়ারার জলে ভেসে ওঠে।