ভিতরে ভিতরে সে এতোটাই নরম ও কোমল যে,
সে জলের মতোই সর্ব জয়ী।
অথচ পাথর বেশে সে ঘুরে বেড়ায়, ক্ষমতাবিহীন স্রোতে,
কার্যত মৃতপ্রায় এক অস্তিত্ব রূপে।
এই নিভু নিভু জগতটাই আসলে পরম পাওয়া,
সূর্যের মতো জ্বলতে থাকা ক্ষমতাবানদের
পাশ কাটিয়ে নিভৃতে গ্রহ বদলানোর এক প্রক্রিয়া।