যদি কখনও প্রশ্ন জাগে, ভ্রমণটা কেমন ছিল? হয়তো আমার চির-কম্পমান অদৃশ্য ডানার নিরুত্তর উত্তর হবে, একধরনের অভিজ্ঞতা বৈকি! আমার খুব বলতে ইচ্ছে করবে আমার ফেলে আসা ডায়েরীর কথা, পৃথিবীময় স্মৃতির সাগরে সাঁতরিয়ে বেড়ানোর কথা। সূর্য ছুঁয়ে দেখতে গিয়ে বার বার প্যারাসুট থেকে প্রক্ষিপ্ত হওয়া। তবুও তো হাতপা ছড়িয়ে আকাশ দেখেছি রমনা-পার্কে অথবা কোন এক টাইটান সদৃশ উপগ্রহে। সত্যি বলতে কি, শীত, গ্রীষ্ম, অথবা বর্ষা আমার কখনও শত্রু ছিলো না বরং শত্রু পুষেরেখেছিলাম নিজের ভিতরেই অনেকদিন। তারপর সেটাকে সিজারিয়ান করে বিচ্ছিন্ন করতে হল আমাকেই, ধুইয়ে রোদে শুকিয়ে তাকে শুধু তাড়িয়ে দিয়েছিলাম একটিবার কেবল। তারপর আবার ছায়া দিয়ে চলছি অদ্যাবধি বন্ধু বানাবো বলে। তবে একটা লাভ হল, নিজের নারীত্বটাও ফুটে উঠলো গোলাপের মতন স্তনহীন, লোভহীন ক্যানভাসের আড়ালে।
কবিতাটি ৪২৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ২০/১০/২০১৭, ০০:৫৯ মি: