জীবন যখন যেমন ঠিক তেমন
ক্ষুধার ক্ষুরধার নেই যে আর
শরীর নামের জঞ্জাল থেকে মুক্ত যে জন
তার সাথে বন্ধুত্ব আর কাহার?
জীবনের সোনালী অধ্যায় অথবা গোধূলি
তার কাছে স্রেফ আষাঢ়ই কিছু জলছবি
আমাদের হারানো ঐতিহ্য অথবা বড় বাড়ী
শুধু ক্ষণস্থায়ী রঙের মেলার কিছু ফুলঝুরি!