জীবন যেন এক অসহিষ্ণু পরীক্ষাগার,
নির্ভয়ে কাটিয়ে দেয়া দুর্বিষহ রাত।
ক্যানভাসের আনাচে কানাচে লেপটে থাকা
শিল্পীর যতো শত দুঃখ ব্যাথা।
নিবু নিবু আলোতে ছায়ার দাপটে
ক্লান্তিকর এক কবিতা।
পঞ্চাশ পেরনো এক তরুণের গায়ে
জোর করে লাগিয়ে দেয়া বৃদ্ধের তকমা।
জীবন যেন কখনও থামবার নয়,
মৃত রেইল লাইনে আটকে যাওয়া
কোন এক সাহসী পঙ্গুর চরম পরীক্ষা।