যেখানে থেমে যায় জীবন, সেখানেই লুকিয়ে থাকে আসল রহস্য।
অথচ তুমি সেই রহস্যটা বাদে অন্য সকল কিছুই তোমার ঐ অফুরন্ত দীর্ঘ, আঠালো জিহ্বাটা দিয়ে চেটে-খেয়ে দেখো। আর বলে ওঠো, “আহ জীবনে তো কিছুই পেলাম না!”
তাই বলি, আগে তোমার ঐ অফুরন্ত ক্ষুধার ১০ নম্বর জার্সি পরিহিত, জিহ্বাটাকে কেটে ফেলো নির্দ্বিধায়। এখন তুমি জীবনকে দেখবে জীবনের মতন, সাদামাটা, অর্থহীন। এই অর্থহীন বাস্তবতায় তোমাকে টেনে-হিঁচড়ে নিয়ে যাবে তাও-য়ের কাছে। যেখানে অপেক্ষায় আছে তোমার সকল রহস্যের উৎস।