যে গল্প কখনও শুনবে না কেউ,
ইঁদুর দৌড়ে ঢুকে পড়ে ইতিহাসের গর্তে।
কারণ সেই সময়ের, সেই চরিত্র
বড়ই কাপুরুষোচিত।
প্রশ্ন জাগবে, মানুষ কেন এতোটা নিরীহ হবে?
নির্বোধের মতো বিকিয়ে দেবে জীবনটা,
অভিজ্ঞতালব্ধ ল্যাবরেটরিতে!
দক্ষিণা বাতাসের সময় এলে,
সেই যুবক আবার উঠে পড়ে
জীবনের নয়টা-পাঁচটার স্টেশনে
কিন্তু বড় দেরি হয়ে গেল বুঝে
সে আবার ছিটকে পড়ে আস্তাকুড়ে।