ইচ্ছেরা সব পাখি হয়ে উড়াল দিচ্ছে,
আবার আসিব ফিরে, বলে।
তাই চেনা, মাঠ, ক্ষেত, নদী দেখে দেখে
ইচ্ছে জাগে আবার জন্ম নেবার।
যদিও তৃষ্ণাকেও ছুটি দিয়েছিলাম, একদা
তবুও আবার ঘাসের জন্ম হয়।
ধীরে ধীরে, তুমিও খুঁজে পাবে আমাকে,
হাত বাড়িয়ে দিও মেঘের জগতে।
অপেক্ষায় আছি, সেই দিনের, যে দিনে
মানুষ হয়ে উড়বো আবার আকাশে বাতাসে।