তিমিকে কিভাবে চুমু খেতে হয়
সেটা একজন নরয়েজিয়ান
অথবা জাপানী ভালোই বোঝে।
আমরা তিমি দেখিনি, গিলিও নি;
আমরা শুধু জানি, তিমি এক বিশাল প্রাণী।