বৃষ্টিতে ভিজে যে গিটার আজ যবুথবু
তবুও তার জং ধরা তারে সুর বেজে ওঠে।
স্টাফ নোটেশনের অদেখা পাতায় কিংবা
প্যাগানিনির পেশিযুক্ত সুরে, সময়ও বেঁকে বসে,
মানুষের বোধগম্যতার সীমানার বাইরে।
বিষণ্ণ বৃষ্টির ম্যারাথনে কতো বিরক্ত ছড়ায়
তোমার আমার সীমানাবিহীন আন্দিজ উপত্যকায়।
মেঝেতে জল, টেবিলে জল অথবা দেয়াল থেকে
চুইয়ে পড়া পানি, সবকিছুতেই আজ অভ্যস্ততার ছাপ,
তবুও মোম লাগানো গিটারের তারে এতো কেন সুর?