ফুরিয়ে আসছে সময় বাতাসের গতিতে,
পুরনো দেয়াল ঘড়িটা প্রাণহীন,
নিঃশব্দে অপেক্ষারত
এক ভূতুড়ে গৃহে।
খশে পড়ছে ছাদের আস্তরণ,
টুপ টুপ করে, আজ অনেকদিন।
তবুও কারও সময় হয় না,
সবাই ব্যস্ত কেবল
হাতঘড়ির সময় নিয়ে।
ওদের বিবেকের ঘড়িটাও
আজ বড়ই অদ্ভুত,
নেড়ি কুকুরের লেজের মতই
খুঁজে বেড়ায় কেবল সুখ,
স্বীকৃতি অথবা অনাকাঙ্ক্ষিত দুখ।