বৃক্ষের অভিজ্ঞতা প্রকাশ পায় শেকড়ের গভীরতায়,
মানুষের দরকার কেবল ফিকে সার্টিফিকেট।
উদ্ভ্রান্ত, উন্নাসিক, ক্ষমতাবানের দাঁত
মানুষের বড়ই পছন্দ
তারা শোভা পায় ড্রইং রুমের দেয়ালে দেয়ালে।
একদিকে বন উজার করে, বৃক্ষের প্রতিকৃতি  
আর অন্যদিকে স্বীকৃতির পেছনে যতো বিনিয়োগ।
যা বিবর্তিত হয়েছে, এই ফসিল সভ্যতার প্রধান রোগে।