শহরের প্রান্ত ছুঁইয়ে
বাসটা থামল হাইওয়েতে
কিছু পথ উলটো হেঁটে
পৌঁছে গেলাম রাস্তার মাথায়।
তারপর একটা সর্পিল
পথ ধরে চললাম এঁকেবেঁকে।
কবরের পাশে মোনাজাত
দেখে বুঝতে পারলাম,
এটিই মাসুম স্যরের বাড়ি,
বাড়ি ভর্তি মানুষ
খাবারের টেবিলে আকনি
বিরানির ঘ্রাণ,
বসে পড়লাম
আর দেরি না করে।
তারপর আবার ঘরে ফেরা
কিছু পায়ে হেঁটে,  
তারপর অটোতে
ফিরে এলাম আবার
আপন ডেরায়।