এলোমেলো মিউজিক রুমের পুরনো গিটারটা
আমাকে সারাজীবন আকর্ষণ করে যায়,
কোন এক পরাক্রমশালী সম্রাটের প্রিয় সম্রাজ্ঞীর মতো।
তার তারের ঝংকারে আমি সর্বদাই আপ্লুত
তা দেখে অন্য গিটার-সুন্দরীগুলো বেঁকে বসে,
আমার অবর্তমানে হয়তো প্রিয় সম্রাজ্ঞীর সাথে
জুড়িয়ে দেয় তর্ক; আর বলে, এতোটা পক্ষপাতিত্ব কী ঠিক?
কিন্তু আমি তাদের প্রতিও সমান অনুগতশীল,
যদিও বয়সের ভারে, এই আমি নামক সম্রাটের
ইচ্ছেটা কিছুটা নুজ্জ; তাছাড়া এই বয়সে
প্রতিটা গিটার-রানীর গায়ে সোনার তার
মুড়িয়ে দেয়া যেমন ব্যয় সাপেক্ষ তেমনি গ্লানিকর।
তবে কথা হচ্ছে, এই সম্রাট যদি সিজারের মতো
সর্বদায় রণ-মুখী হতো, তবে কি আর গিটার-রানীগুলো
ইজি চেয়ারে হেলান দিয়ে ঘুমাত?
বরং তারাও বহুগামি সম্রাটের সান্নিধ্যে
নতুন নতুন রাজ্য জয়ের স্বপ্নে বিভোর থাকতো।
আর তাতেই যুক্ত হতো নব নব সুর,
নব নব উদ্দীপনা।