এখন শুধু পাহাড় হওয়ায় বাকি,
নিয়ান্ডারথ্যালদের শেষ আশ্রয়স্থল।
বৈশ্বিক উষ্ণতায় ভাসমান এক দ্বীপ,
নয়তো রূপহীন, অবিনশ্বর এক দেশ।
এখন সবকিছুই সীমাহীন,
দুঃখ, বেদনা, অভিমান
অথবা যোজন, যোজন দূরত্ব,
এবং এভাবেই হবে শেষ।