হে কবি, একদিন শব্দগুচ্ছ তোমাকে গ্রাস করুক
মাথা ভর্তি দুঃখগুলো শুকনো খড় হয়ে উঠুক।
তোমার অথর্ব দেহ শকুনের খাদ্য হয়ে উঠুক
যাতে তোমার মানবজন্ম অর্থপূর্ণ হয়ে উঠে।
হে কবি, তুমি সিঁড়ি ভেঙে ভেঙে কাঁদো
অথবা দুঃখ করো
তবুও একাগ্র থাকো শব্দগুচ্ছে,
যাতে আসল সত্ত্বাটা সহসা জেগে ওঠে।