এক বৃক্ষ প্রেমিককে চিনি আমি
বহু বছর যাবত।
গাছের পাতা গুনে গুনে, বাতাসের শব্দ শুনে শুনে
পার্কের সিমেন্টের সোফায় শুইয়ে
কাটছে সকল আপদ তার।
বেওয়ারিশ কুকুরের ভালোবাসায় সিক্ত সে,
নতজানু সকল তুচ্ছ বিষাদ।
মাথার ওপরে আকাশটাই যেন
সকল ইচ্ছের আধার।
তাই অনিচ্ছেতে লাফানো সকল ইচ্ছেরাও
হচ্ছে আজ কুপোকাত।