(১)
চারিদিকে দোয়াদরুদ চলছে মাইকে মাইকে
রান্নাবান্নার শেষ-ষোলোতে সবার চেষ্টা চলছে।
জল আসবে মাঠ পেরিয়ে, ঢল নামবে ঠিক টাইমে
টেম্পো চড়ে ছুটলে পরে, তার দেখা আর পাইকে?
(২)
ঈদ আসে ঘুরে ঘুরে
শস্যের মতো টুপি উড়ে,
আমি যাচ্ছি উলটো দিকে
বাবার কাছে ঘুরে ফিরে।
(৩)
পাণ্ডুলিপির পাতা উড়ে বাতাসে
পাহাড়পর্বত কতো কিছুই ইচ্ছে করে আঁকতে
তবুও ঢুকে পড়ি তথাগত জীবনের ফাঁকেতে
রঙের বদলে শব্দই ছুঁড়ি কেবল হুতাশে।