কখনো কখনো আমাকে বড়ই ব্যথিত করে মানুষের আচরণ।
একটু আধটু বিচলিত হলেও, আবার জেগে উঠি রঙিন স্বপ্নে।
গিটারের তারে, কার্টিজ পেপারে অথবা বইয়ের পাতায়
ঐ যে আমি জেগে আছি মহাকাব্যিক মৌনতায়, থামাবে কে?
একদিন ড্রয়িং রুমের ছবি হবো, খোলা আকাশের ঘুড়ি হবো।
এই সবকিছু ছাপিয়ে, একদা আমি যে, পৃথিবীর কবিতা হতে চেয়েছি,
সেই কথা ভাবতেই আকাশসম সাহস জেগে ওঠে, এই প্রাচীন হৃদয়ে।