একটা পুরনো বাড়ীর লাল-গেইট
হা করে থাকে স্মৃতির ভিতর;
ধ্যানে মগ্ন হলেই বুঝতে পারি
'আমি' নিমগ্ন হচ্ছি অন্য এক জগতে।
যে জগতে কাটিয়েছি আমি কয়েক যুগ,
যেভাবে পা-পিছলে পড়লাম এই পৃথিবীতে!
তাই একদিন এই নীল গ্রহটাও ছেপে যাব
কোন এক উৎকর্ষ সময়ের উদ্দেশ্যে।
আবেগ ঘন, বোকা বোকা কর্মে
অবশেষে চতুরতার কিছু ছাপ রেখে গেলাম
এই এঁদো পুকুরের মানবকুলের জন্যে।
বন্ধু, এবার কিছু রকেট পুঁতে রেখেছি অদৃশ্য অন্তরে
সেই রকেট পোঁ করে পারি দেব নতুন এক জগতে।