এটাও ঠিক যে, আমি তোমাকে চিনেছি
যখন আমি পুরোপুরি প্রয়োজনহীন হয়ে উঠেছি
সমাজের কাছে।
আবার এটাও ঠিক যে, আসলে আমি
সত্যসন্ধানের পথেই তোমাকে হারিয়েছি
নিভু নিভু যৌবনের প্রান্তে।
আর দুঃখটা শুয়ে আছে
কেবল একটি দশক জুড়ে
যখন আমরা আকাশকে ছুঁইয়ে যেতে পারতাম;
সূর্যকে নামিয়ে আনতে পারতাম
নোনা জলে!
আর এই তুচ্ছ দেহটাকে
টুকরো টুকরো করে
ছুঁড়ে দিতে পারতাম গঙ্গা জলে।
তাই আজ দুঃখটা হল
কেবল সময়ের সাথে,
সম্ভবত সময়ের সাথে
মনের যোগাযোগটা
অনেক আগেই ঘটতে পারতো।
আর সুখটা হল,
এই আমি সব হারিয়ে
অন্তত সত্যপথটা চিনলাম;
মনের সৌন্দর্যে বিমোহিত হয়ে
আবার জন্মলাভ করলাম
এই নিঃসঙ্গ ধরণীতে।