দুঃখটা লেখা ছিল চাদরের গায়ে।
জানালাটা যতই রোমাঞ্চকর হোক না কেন?
সুখটা আসলে পালিয়ে বেড়ায় জোছনা রাতে।

এখন পরাবাস্তব স্তন, নিতম্ব কেটে কেটে
একটা ঘর, গৃহস্থালি তৈরি, তবে তা সাময়িক।
হাজার বছরের সমুদ্রের দুঃখ কি মিটে যাবে?
সূর্য যদি কাছে এসে সুরুত করে গিলে ফেলে
বিশাল জলরাশি!