দুঃখবোধ আমাকে জীবন শেখায়
মুখোমুখি হই নতুন ব্ল্যাকবোর্ডের।
নতুন স্কুলের আঙ্গিনায় ছড়িয়ে পড়ি
আর খুঁজে ফিরি অন্তহীন ভবিষ্যৎ।
দুঃখবোধ আমাকে জীবন শেখায়
অপেক্ষায় থাকি প্রকৃতির উচ্ছলতায়।
সেই উচ্ছলতায় ভাসিয়ে দিই সবকিছু
জীবন, যৌবন, মানিব্যাগ, সিম-কার্ড।