আজ ২৯শে ডিসেম্বর
আমার হৃদয় ঘুরছে আলোর গতিতে
ফিরে দেখছে সকল ডিসেম্বরের অতীত।
এই ডিসেম্বরটা কিছুটা কোমল আবার উষ্ণ
কোণঠাসা রাজনৈতিক চক্রান্তে
একঘেয়েও আবার পার্থিব টানপোড়েনে।
কিন্তু আমার প্রিয় ডিসেম্বরগুলি
অনেক আগেই হারিয়ে গেছে
সেই হাইস্কুলের কথা মনে আছে?
যখন আমরা লৌহ নির্মিত দোলনায়
গ্ল্যাডিয়েটর যুদ্ধে মেতে উঠতাম,
বাসার ভাঙা বোতল দিয়ে কিনতাম
মধুর কডকডি, তারপর টায়ার চালিয়ে
হারিয়ে যেতাম গলির পরে গলি।
কি দারুণ ডিসেম্বরের ছুটি
আবার শীতের কাঁথার সাথে কোলাকুলি।