ক্রিস্মাস আসছে নিভু নিভু আলো পেরিয়ে
শরীরের মজ্জায় শীতের আমেজ;
চায়ের কাপে লিকারের বদলে
হুইস্কি হলে মন্দ হতো না, বন্ধু।
দুজনে আড্ডা দিতাম,
প্রাগৈতিহাসিক দিনগুলোর কথা
রোমন্থন করতাম।
তারপর হঠাৎ ঝিরিঝিরি বৃষ্টিতে
আশ্রয় নিতাম, কোন এক দোকানীর ছায়াতলে।

বন্ধু, বলো না গো,
সেই সব দিনের কথা
যখন আমরা ক্রিসমাসের
সাধ নিতে ছুটে যেতাম
ক্যারল অ্যান্টির বাসায়।
তারপর লোভনীয় ফ্রুটকেকে কামড় বসিয়ে
মগ্ন হয়ে শুনতাম ক্যাসেট প্লেয়ারে
নিঃসৃত নানান ইংরেজি গান।