যে পথে আজ ভুল শুদ্ধ মিলেমিশে একাকার
সে পথই আমার চলতি পথ।
যতো বাধা বিপদ অথবা আবদার আসুক এ পথে
বরণ করে নিতে হয় চটপট।
ফেলে আসা মানুষের দুঃখ অথবা নিভে যাওয়া তারার
হাজার দুঃখ, সবকিছুই আবার হজম করে
পাড়ি দিতে হবেই সমুদ্র।
ক্ষণকালের স্মৃতি, অপ্রকাশিত চিত্রকল্পের গান
সবই আজ অতি অর্থপূর্ণ বিয়োগান্তক নাটক,
অথচ অসময়ে ওরা যখন আমায় ধরা দিয়েছিলো
তখন আমি আকাশের সীমানা না বুঝে
খাঁচায় বন্দি করে রেখেছিলাম নিজেকে।