আঁকতে ইচ্ছে করে আজ বড় বেশি
ইচ্ছে করে নিজেকে ভুলে বসি
ছবির আনাচে কানাচে
আলোছায়ার অদৃশ্য জগতে।
কিন্তু সেই আঁকার সময় আর হয়ে ওঠে না
নাকি বড় বেশি দেরি হয়ে গেলো আমার
আবার রঙের রাজকুমার হয়ে দাঁড়াতে।
ওদিকে সময়ও কথা বলে যায় অনবরত
আমিও তাকে রঙ মেখে মেখে আনমনে
মুখোশ পড়িয়ে দিই...।
এভাবেই কাটবে হয়তো আরও কিছুকাল
আমি, তুমি, পৃথিবী যখন মুখোশে ঢাকা
তখন ঐ ছবি আঁকার ইচ্ছেটাও
রঙের মুখোশে হাবুডুবু খাক, আরও কিছুকাল।