সেপ্টেম্বর দুহাজার বাইশ সনের একটি দিনে
ফুটপাত ধরে ছুটছিলাম
আর ভাবছিলাম বছর কুড়ির আগেকার কথা।
ছিলো না যখন বহুতল ভবন
ছিল কতেক নিচু দালান।
আর তার পেছনেই চোখে পড়তো
স্মৃতি যুক্ত পাহাড়, গাছগাছালির জয়গান।
বিশ বছরে রাস্তাটার আদি পড়শিগুলো
সব উধাও হয়ে গেছে হঠাৎ করে।
পাখিগুলোও ঘর বেঁধেছে নতুন করে
মহিলা কলেজের বনরাজিতে।
ক্ষয়িষ্ণু বনরাজির পেছনে বাজারটায় দাঁড়ালে
এখনও চোখে পড়ে
কিছু বুনো প্রকৃতির স্মৃতি
টিয়া, শালিক, ঘুঘু আর চড়ুইয়ের
ঘুন-ঘুনানি।