বড়লোক যতো পা ততো ছোট
মাটিতে পড়ে না পা
পড়িলেও তেতো।
দরিদ্র যতো পা ততো বড়
দেয়াল টপকিয়ে বেটা
চুরি করে যতো।
আমি কিন্তু মাঝারি গোছের কেটো
বড়ছোটর মাইনকের-চিপায়
বলি আর কতো!!


২১শে জুন, ২০১৭