পার্থিব জানালার এই প্রান্তে
তুমি আমাকে একা রেখে
কোথায় আছো প্রিয়তমা?
আমাদের নিভৃত বাক্যালাপগুলি যেন
কেবল চুইয়ে চুইয়ে ঝরে পড়ে
স্বপ্নে দেখা শাশ্বত প্রেমকাননে!
যেখানে আমি আর তুমি
চিরকাল ঘুরে বেরিয়েছি
ভুলে যাওয়া ডানায় ভর করে।
পুন্যতা লাভ করুক আমাদের
এই মনুষ্য-লিপির বন্দি দশটি দিন,
আমরা যে জেগে আছি
কুয়াশাছন্ন এক পার্থিব স্বপ্নের ভিতর।
যা কেউ বুঝে না
শুধু এই আমি, তুমি ছাড়া।