বন্ধুর সাথে আজ এক অসাধারণ বিকেল কাটালাম।
বিকেলের রঙ, জীবনের সকল সুখ যেন পাওয়া হল
একসাথে।
আজ তার ড্রয়িং রুমটা ধরা দিল জগতের চিন্তার
ডায়নামোতে
আমাদের নেড়ি গলিকে এড়িয়ে আমরা যেভাবে নিজেদের ভাবি।
আজ তাই হল বন্ধু, নিজ নিজ মননশীলতাকেও ছুঁয়ে দেখা হল
দ্রাক্ষালতার সুপ্রাচীন স্বাদে।
বন্ধু তুমি দীর্ঘজীবী হও, সাথে আমিও,
আমরা যেন সারা জন্মভর এভাবে মুক্ত আড্ডাই নিজেদের বিলিয়ে দিতে পারি।