আর কতদূর যাবে তুমি
লাইসেন্সবিহীন গাড়ী নিয়ে?
পৃথিবীটা ঢেকে যাচ্ছে ক্রমশ
দূষিত বায়ুর আস্তরণে।
আমি তোমার মন বলছি, মন,
একটু থামো, জিরিয়ে নাও
কিছুক্ষণ গাছের ছায়ায়;
দেখবে সকাল হতে হতেই
সে আসবে তোমার কাছে আবার।
ডানা ঝাপটিইয়ে সে তোমাকে
গান শোনাবে, কিচিরমিচির শব্দে;
সেই চেনা চড়ুই পাখিটা
যে তোমার জানালায়
হানা দিতো প্রতিদিন
বছর দুয়েক আগে।