ভুলে যাওয়া সময়ের ঢেউটিন থেকে
নির্গত তারপিন সদৃশ রক্তের দাগ
মুছে যাবে কী কখনও ঠিকানাবিহীন
ফ্রেস্কর ইতিহাস থেকে?
দেয়ালে লেপটে থাকা ঘড়ি যেন
দুঃখময় অমরত্বের শ্লোকে গাঁথা
গীতিকবিতায় আবিষ্ট করে কেবল
আমাদের এই নিরবিচ্ছিন্ন চেতনায়...।
তবুও আমরা প্রশ্নবোধক চেতনারা
সুখে আবিষ্ট হই কেবল
দুঃখের কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে
স্বপ্ন দেখি অমরত্বের।