ভালোবাসার শেষ সীমানায় পৌঁছে গেলাম।
মনের আয়নায় দেখা সেই রেলগাড়ি, এখনও ছুটছে।
স্বপ্ন আর বাস্তবতার ছবি এঁকে বসে আছে একজন,
অস্থির শহরের নির্জন বিকেল, অথবা আলোকিত এক রেস্তোরাঁয়,
আমরা কজন; আমি, অদৃশ্য আরেক আমি সাথে আমারই ছায়া।
চর্ম চক্ষুর সীমানা এড়িয়ে, যখন ছবি আঁকতে নিমগ্ন অদৃশ্য এক চোখ,
অদৃশ্য এক মন।
ছবির ফোয়ারা উতলিয়ে পড়ে,
আমাদের নিরানন্দ বিকেলে।