আরও কিছু দিন পরে
এই পথ ঘাট রয়ে যাবে।
গির্জার ঘণ্টা বাজবে
সেই পুরনো পড়শিতে।
কাক ডাকা ভোরে
তোমাকে খুঁজে যাবে কেউ,
তুমি তুমি সম্বোধনে
তবে ছোট্ট এক টুনটুনির অবয়বে।
তখন সেই পরিস্থিতি
তোমার জন্য আশীর্বাদ স্বরূপ,
অপরূপ আমেরিকার চোখ ধাঁধানো
জীবনকে মুহূর্তে প্রশ্নবিদ্ধ করে তুলবে।